Header Ads

Header ADS

পদ্মার ভাঙ্গনে হুমকির মুখে শরীয়তপুর জেলা (ভিডিও সহ)


দিন যতই পাড় হচ্ছে পদ্মা ততই তার আগ্রাসি রূপ ধারন করেছে। তীব্র ভাঙ্গনের কবলে পড়ে শরীয়তপুরে নড়িয়া ও জাজিরা উপজেলার শত শত পরিবার এখন দিশেহারা। প্রতিদিন ই ভাঙছে বসট ভিটা, ফসলি জমি, রাস্তাঘাট, ও বহু স্থাপনা।
নদীতে ইত্যমধ্যে বিলীন হয়েছে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাট বাজার সহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা। মুছে গিয়েছে সবকিছুর চিহ্ন।
ভাঙ্গন আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ গুলি নির্ঘুম রাত কাটাচ্ছে। জীবন বাঁচাতে নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা এখন নদীতে ভেঙ্গে একাকার হয়ে গেছে। বর্তমানে ভৌগোলিক ভূখন্ডটি চিহ্নিত করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
গত ৩দিনে পদ্মার ভাঙ্গনে গৃহহীন হয়েছে প্রায় অর্ধশতাধীক পরিবার। ভিটে মাটি হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করেছে।
 এলাকাবাসি জানায়, কয়েক বছর ধরে পদ্মা নদীর ভাঙ্গনের কারণে নড়িয়া ও জাজিরার বেশকয়েকটি গ্রাম পুরোপুরি বিলীন হয়েছে। এখনো ভাঙ্গন আতঙ্কে রয়েছে উপজেলা সরকারি হাসপাতাল, ক্লিনিক, স্কুল কলেজ, মসজিদ-মাদ্রাসা সহ প্রায় ৫শতাধিক পরিবার ও কয়েশ একর ফসলি জমি।  

ভিডিও দেখুনঃ
https://youtu.be/bHD6mPtVl-g

No comments

Powered by Blogger.