পদ্মায় ভাঙন রোধে ড্রেজিং শুরু সোমবার
আজ রবিবার দুপুরে নড়িয়া উপজেলা কার্যালয়ে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব, কবির বিন আনোয়ার এবং এনামুল হক শামীম সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব কবিব বিন আনোয়ার বলেন, পদ্মা নদীর ডান তীর রক্ষার জন্য বেড়িবাধের কাজ পানি কমার সাথে সাথেই শুরু হবে। তিনি আরো বলেন মূল কাজের জন্য ড্রেজিং শুরু হবে। ২টি ড্রেজার আজ বিকালে, ১টি কাল ভোরে এখানে এসে পৌচাবে।
আর যাদের জমি পদ্মায় বিলীন হয়েছে তাদের জন্য নদীর পার ভরাট করে দেয়ার চেষ্টা করা হবে।
সংবাদ সম্মেলনের পুরো ভিডিও দেখুনঃ
https://youtu.be/yzDpFJTblKc
সংবাদ সম্মেলনে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব কবিব বিন আনোয়ার বলেন, পদ্মা নদীর ডান তীর রক্ষার জন্য বেড়িবাধের কাজ পানি কমার সাথে সাথেই শুরু হবে। তিনি আরো বলেন মূল কাজের জন্য ড্রেজিং শুরু হবে। ২টি ড্রেজার আজ বিকালে, ১টি কাল ভোরে এখানে এসে পৌচাবে।
আর যাদের জমি পদ্মায় বিলীন হয়েছে তাদের জন্য নদীর পার ভরাট করে দেয়ার চেষ্টা করা হবে।
সংবাদ সম্মেলনের পুরো ভিডিও দেখুনঃ
https://youtu.be/yzDpFJTblKc
No comments