Header Ads

Header ADS

পদ্মার ভাঙনে পাল্টে যাচ্ছে শরীয়তপুর জেলার মানচিত্র | গত আড়াই মাসে গৃহহীন ৬ হাজার পরিবার (ভিডিও সহ)


শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পদ্মার অব্যাহত ভাঙনে নিঃস্ব হয়েছে ৬ হাজার পরিবার। ঝুঁকিতে রয়েছে আরও ৮ হাজার পরিবার।
পদ্মা তীরবর্তী শরীয়তপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে বছরের পর বছর ধরে চলছে নদী ভাঙন। এতে সর্বশান্ত হয়ে ঠিকানাহীন হচ্ছে হাজার হাজার পরিবার।

পদ্মার এই ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ভিটেমাটি, বাড়িঘরসহ নানা স্থাপনা। ঘটছে প্রাণহানিও। পদ্মার ভাঙনে গত ৩ মাসে নড়িয়া ও জাজিরা উপজেলায় গৃহহীন হয়েছে ৯ হাজার পরিবার। তিলে তিলে গড়ে তোলা বসতঘর কিংবা বাণিজ্যিক স্থাপনা চোখের সামনে বিলীন হওয়ার এ চিত্র এখন নিত্যদিনের। রাত-দিন বসতভিটা, রাস্তাঘাট গ্রাস করছে পদ্মা নদী। প্রতিবছরই পদ্মায় বিলীন হচ্ছে শত শত জনবসতি, ফসলি জমি, হাট-বাজার, লঞ্চঘাট, পাকা সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এ কারণে পাল্টে যাচ্ছে শরীয়তপুর জেলার মানচিত্র।

পদ্মার ভাঙন আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন নদী তীরবর্তী লোকজন। নতুন করে ঘর উঠনোর কোন জায়নেই তাদের, সরকারি ভাবে সাহায্য পেলেও তবে এখনও পুনর্বাসনের ব্যবস্থা হয়নি ভাঙন কবলিতদের। আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন তারা। কেউ আত্নীয়-স্বজন দের বাসায় আবার কেউ খোলা মাঠে অন্যের জমি তে আশ্রয় নিয়েছে।

ভিডিও দেখুনঃ
 https://youtu.be/eoptzSdDea8


No comments

Powered by Blogger.