Header Ads

Header ADS

অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো নড়িয়া সরকারি কলেজ


বর্ণিল আয়োজনে নড়িয়া সরকারি কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করেছে নড়িয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবীনদেরকে ছাত্র-ছাত্রীদের ফুলের তোড়া ও শিক্ষার উপকরন কলম দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে নড়িয়া সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মাকসুদা খাতুন নবীনদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত হবে, ক্লাস পরীক্ষায় অংশগ্রহন করবে। সেই সাথে নবীনদেরকে সিলেবাসের পাশাপাশি পত্রিকা পরার কথা বলেন, সব বিষয়ের সাথে সাথে বিশেষ করে গনিত ও ইংরেজি বিষয়ের প্রতি গুরুত্ব দেয়ার কথা বলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাকসুদা খাতুন, বিশেষ অতিথী হিসেবে ছিলেন উপাধ্যক্ষ জনাব মোঃ মইনুর রহমান, জনাব মোঃ জসিম উদ্দিন, সভাপতিত্ব করেন জনাব মোঃ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে কলেজের শিক্ষকসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্টান পরিচালনা করেন নড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, জনাব তরিকুল ইসলাম।

এরপরে ছাত্র-ছাত্রীদের মিষ্টিমুখ করানো হয়।
উল্লেখ্য, এখন পর্যন্তু ১ম মেরিট লিস্টে প্রায় ছয়টি গ্রুপে ১০০সিটের অধীনে হিসাববিজ্ঞান বিভাগে ৩৪ জন, ম্যানেজমেন্ট বিভাগে ৮১ জন, মার্কেটিং বিভাগে ২৬ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৮৭ জন, বাংলা বিভাগে ৪৭ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৮০ জন ভর্তি হয়েছে।

No comments

Powered by Blogger.