Header Ads

Header ADS

নড়িয়া সরকারি কলেজ দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা


মোঃ মিনহাজুর রহমান সানমুনঃ- নড়িয়া সরকারি কলেজে প্রথমবারের মতো দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা।
গত বুধবার, ২৯শে জানুয়ারি নড়িয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

"দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য" এই প্রস্তাবে সরকার দল ও বিরোধী দল বিতর্ক করে জয়ী হয় বিরোধী দল এবং বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সরকার দলের মাননীয় প্রধানমন্ত্রী।

অধিবেশনে স্পীকারের দায়িত্ব পালন করেন নড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব মাইনুর রহমান।


অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাকসুদা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জনাব মইনুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব জসিম উদ্দিন এবং কলেজের অন্যান্য শিক্ষকরা।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং শ্রেষ্ঠ বক্তার মাঝে পুরুষ্কার বিতরণ করেন অধ্যক্ষ প্রফেসর মাকসুদা খাতুন।

No comments

Powered by Blogger.