Header Ads

Header ADS

শরীয়তপুরে কৃষকের পাকা ধান কেটে পৌছে দিচ্ছে নড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা


শরীয়তপুরের নড়িয়ায় কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে নড়িয়া সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনাভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দেওয়ায় এই উদ্যোগ নিয়েছে নড়িয়া কলেজ শাখা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহষ্পতিবার (২৩ এপ্রিল) সকালে নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের ২০ সদস্যের একটি দল নড়িয়া উপজেলার নলতা গ্রামের লাল মিয়া সরদার নামে এক কৃষকের ধান কেটে দেয়।

এসময় নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মী ইমরান খালাসি, আলামিন মোড়ল, আলামিন বেপারী, সিহাব নির্জন, শাহিন আলম, সম্রাট, আলামিন হাওলাদার, শাহ আলম, রাশেদ, ইসান, কামরুল, সাজেন, কে এম ধ্রুব, আব্দুল্লাহ, সুব্রত, মিরাজ উপস্থিত ছিলেন।

কৃষক লাল মিয়া সরদার বলেন, 'জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এসময় নড়িয়া সরকারি কলেজের ছাত্রলীগের লোকজন আমার ক্ষেতের ধান কেটে বাসায় পৌঁছে দিয়েছে, এতে আমার খুব উপকার হয়েছে। আমি নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।'

নড়িয়া উপজেলার স্কুল বিষয়ক সম্পাদক ইমরান খালাসী বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে কৃষক ধান কাটতে পারছে না, আমরা সেটা জানতে পেরে নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ধান কেটে তাদের বাসায় পৌছে দেই।

শরীয়তপুর কৃ‌ষি সম্প্রসারণ অধিদফতর কার্যাল‌য়ের  উপসহকারী কৃ‌ষি অফিসার বৃষ্ণ পদ বিশ্বাস বলেন, জেলায় এবার ২৬ হাজার ৪০০ হেক্টর জ‌মি‌তে বে‌া‌রো ধা‌নের আবাদ করা হ‌য়ে‌ছে। গত ২০ এপ্রিল থে‌কে ধান কাটা শুরু হ‌য়ে‌ছে।  বো‌রো ধান পাক‌লে কৃষকদের দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

No comments

Powered by Blogger.