Header Ads

Header ADS

ঝড় শিলাবৃষ্টি ও শ্রমিক সংকটে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে নড়িয়া উপজেলা ছাত্রলীগ


কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে শরীয়তপু‌রের নড়িয়া উপজেলা ছাত্রলীগ কর্মীরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত ন‌ড়িয়া উপজেলার মোত্তাগারের চর ইউনিয়নের পোরাগাছা গ্রামের একাধিক কৃষকের পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকট, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছিল কৃষকের পাকা ধান। কৃষকদের সমস্যার খবর পেয়ে ন‌ড়িয়া উপজেলা ছাত্রলী‌গের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব এর নেতৃত্বে সংগঠনের ৪০জনের একটি দল পোরাগাছা গ্রামের কৃষকদের জমির পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।

এরপরে নেতা-কর্মীরা মঙ্গলবার একত্র হয়ে পা‌নি‌তে নে‌মে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।


এসময় নড়িয়া উপজেলার ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব, নয়ন শিকদার, নূরে আলম, স্বপন দেওয়ান, রিয়াদ শেখ, নেসার, আমিনুল ইসলাম, সাগর, শামীম মোল্লা, শিমুল, সুমন ছৈয়ার, রবিন ছৈয়াল, সোহাগ, রফিকুল ইসলাম আকাশ সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

পোরাগাছা গ্রামের কৃষক মফিজ ঢালি ব‌লেন, আমার জ‌মির ধান পেকে গিয়েছে। ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছিলাম না। খে‌তের ধান নি‌য়ে বেশ দু‌:চিন্তায় ছিলাম। হঠাৎ নড়িয়া উপজেলা ছাত্রলী‌গের নেতা-কর্মীরা এসে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে।।

নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লব বলেন, আমরা শুনতে পেয়েছি করনা ভাইরাসের কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছিল না, শিলা বৃষ্টিতে অনেকের ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, আমরা সেই খবর শুনতে পেয়ে উপজেলা ছাত্রলীগ এসে পোড়াগাছা গ্রামের কয়েকজন কৃষকের ধান কেটে বাসায় পৌছে দেই, আমাদের এই কাজ অব্যাহত থাকবে।


উপজেলা ছাত্রলীগের আরেক কর্মী নেসার শেখ বলেন, "কৃষক বাঁচলে বাঁচবে দেশ-শেখ হাসিনা’র বাংলাদেশ" নড়িয়ায় কৃষকের ধান পাকা শুরু ক‌রে‌ছে। কিন্তু শ্রমিক সংকটের কারণে তার ধান কাটতে পারতেছে না আমরা নড়িয়া উপজেলা ছাত্রলীগ নেতাদের ধান কেটে দিয়ে যাই।

পা‌নিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আস‌নের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম ছাত্রলীগের নেতা-কর্মীদের শরীয়তপু‌রের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় নড়িয়া উপজেলা ছাত্রলীগ কৃষকের ধান কেটে দিচ্ছে। 

ভিডিও দেখুনঃ https://youtu.be/UKE9aZVw8nQ

No comments

Powered by Blogger.