Header Ads

Header ADS

শরীয়তপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন করে ৮জন সহ মোট ৬০জন করোনা রোগী শনাক্ত

শরীয়তপুর জেলায় নতুন করে ৮জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা ৬০জন।।

এর মধ্যে ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৬টি, জাজিরা উপজেলার ১টি, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ১টি নমুনা পরীক্ষার ফলাফল Covid-19 পজিটিভ এসেছে,

আক্রান্তদের মধ্যে একজন ৫ বছরের শিশু, ১৯ থেকে ২৫ বছরের ৩ জন, ২৬ থেকে ৩৫ বছরের ২জন, ৫০ থেকে ৫৫ বছরের ২জন পুরুষ।
এর মধ্যে ৫জন পুরুষ, ৩জন নারী।

এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ষাট (৬০) জন। জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা সিভিল সার্জন জানান,
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ১৩৫৮ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ১১৭৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।
এরমধ্যে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের একজন রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

উপজেলাভিত্তিক রোগীঃ

>সদর-----------১২ জন।

>জাজিরা-------১০ জন।

>নড়িয়া---------১২ জন। (মৃত ১)

>ভেদরগঞ্জ-------০৩ জন।

>গোসাইরহাট-----০২ জন।

>ডামুড্যা-----------২১ জন। (মৃত ১)

No comments

Powered by Blogger.