Header Ads

Header ADS

শরীয়তপুরে বেড়েই চলেছে করোনা রোগী, নতুন ৪জন সহ মোট সনাক্ত ৭১জন, সুস্থ হয়েছে ২২জন

শরীয়তপুরে নতুন করে ৪জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ২ জন, পালং ইউনিয়নের ১ জন, ভেদরগঞ্জের সখিপুর ইউনিয়নের ১ জন।

এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগীর সংখ্যা একাত্তর (৭১) জন। জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা সিভিল সার্জন জানান,
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ১৮৩৫ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ১৬৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে

এরমধ্যে শরীয়তপুর সদর উপজেলার ৫ জন, জাজিরা উপজেলার ৬জন, নড়িয়া উপজেলার ৭জন, ডামুড্যা উপজেলার ৪জন সহ মোট ২২জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

উপজেলাভিত্তিক রোগীঃ

>সদর-----------১৫ জন।
>জাজিরা-------৯ জন।
>নড়িয়া---------১৩ জন। (মৃত ১)
>ভেদরগঞ্জ-------১০ জন।
>গোসাইরহাট-----০২ জন।
>ডামুড্যা-----------২২ জন। (মৃত ১)

উল্লেখ্য করোনা ভাইরাস প্রতিরোধে আজ থেকে শরীয়তপুর জেলা ঘোষণা করা হয়েছে। ঔষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ব্যতীত মার্কেট শপিংমল সবকিছু বন্ধ থাকবে।  

No comments

Powered by Blogger.