শরীয়তপুরে বেড়েই চলেছে করোনা রোগী, নতুন ৪জন সহ মোট সনাক্ত ৭১জন, সুস্থ হয়েছে ২২জন
শরীয়তপুরে নতুন করে ৪জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ২ জন, পালং ইউনিয়নের ১ জন, ভেদরগঞ্জের সখিপুর ইউনিয়নের ১ জন।
এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগীর সংখ্যা একাত্তর (৭১) জন। জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছে।
জেলা সিভিল সার্জন জানান,
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ১৮৩৫ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ১৬৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে
এরমধ্যে শরীয়তপুর সদর উপজেলার ৫ জন, জাজিরা উপজেলার ৬জন, নড়িয়া উপজেলার ৭জন, ডামুড্যা উপজেলার ৪জন সহ মোট ২২জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
উপজেলাভিত্তিক রোগীঃ
>সদর-----------১৫ জন।
>জাজিরা-------৯ জন।
>নড়িয়া---------১৩ জন। (মৃত ১)
>ভেদরগঞ্জ-------১০ জন।
>গোসাইরহাট-----০২ জন।
>ডামুড্যা-----------২২ জন। (মৃত ১)
উল্লেখ্য করোনা ভাইরাস প্রতিরোধে আজ থেকে শরীয়তপুর জেলা ঘোষণা করা হয়েছে। ঔষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ব্যতীত মার্কেট শপিংমল সবকিছু বন্ধ থাকবে।
এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগীর সংখ্যা একাত্তর (৭১) জন। জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছে।
জেলা সিভিল সার্জন জানান,
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ১৮৩৫ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ১৬৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে
এরমধ্যে শরীয়তপুর সদর উপজেলার ৫ জন, জাজিরা উপজেলার ৬জন, নড়িয়া উপজেলার ৭জন, ডামুড্যা উপজেলার ৪জন সহ মোট ২২জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
উপজেলাভিত্তিক রোগীঃ
>সদর-----------১৫ জন।
>জাজিরা-------৯ জন।
>নড়িয়া---------১৩ জন। (মৃত ১)
>ভেদরগঞ্জ-------১০ জন।
>গোসাইরহাট-----০২ জন।
>ডামুড্যা-----------২২ জন। (মৃত ১)
উল্লেখ্য করোনা ভাইরাস প্রতিরোধে আজ থেকে শরীয়তপুর জেলা ঘোষণা করা হয়েছে। ঔষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ব্যতীত মার্কেট শপিংমল সবকিছু বন্ধ থাকবে।
No comments