Header Ads

Header ADS

শরীয়তপুরে করোনা আক্রান্ত হয়ে এক শিশুর মুত্যু, মোট আক্রান্ত ৭৩জন

শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলায় ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে ৯ বছ‌রের এক মে‌য়ে ‌শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। এছাড়া সদর উপ‌জেলায় ২৪ বছ‌রের এক নারীও ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন।

এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগীর সংখ্যা তিয়াত্তর (৭৩) জন। জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছে।

এই প্রথম শরীয়তপুরে এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মৃত‌্যুবরণ ক‌রে‌ছে। সে ন‌ড়িয়া উপ‌জেলা ভো‌জেশ্বর ইউ‌নিয়‌নের আচুড়া এলাকার বা‌সিন্দা। গত ১০ মে ক‌রোনার উপসর্গ নি‌য়ে অসুস্থ অবস্থায় শিশু‌টি‌কে তার প‌রিবার ঢাকা শিশু হাসপাতা‌লে নি‌য়ে ভ‌র্তি ক‌রে।
চি‌কিৎসাধীন অবস্থায় ১২ মে তার মৃত‌্যু হয়।‌ ওই দিনই স্বাস্থ‌্য বিভাগ ‌শিশু‌টির নমুনা সংগ্রহ ক‌রে আইইডি‌সিআরে পাঠা‌য়। সোমবার শিশু‌টির করোনা ফলাফল পজি‌টিভ এসে‌ছে।
জেলা সিভিল সার্জন জানান,
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ২০৮৭ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ১৮২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।

এরমধ্যে শরীয়তপুর সদর উপজেলার ৫ জন, জাজিরা উপজেলার ৬জন, নড়িয়া উপজেলার ৭জন, ভেদরগঞ্জ উপজেলার ২জন, ডামুড্যা উপজেলার ৭জন সহ মোট ২৭জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

উপজেলাভিত্তিক রোগীঃ

>সদর-----------১৬ জন।
>জাজিরা-------৯ জন।
>নড়িয়া---------১৪ জন। (মৃত ২)
>ভেদরগঞ্জ-------১০ জন।
>গোসাইরহাট-----০২ জন।
>ডামুড্যা-----------২২ জন। (মৃত ১)

এরআগে গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত ৪৫ বছরের এক ব্যক্তি ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে মারা যান। এবং গত ১২ মে নড়িয়া উপজেলার ৯ বছ‌রের এক মে‌য়ে ‌শিশু ঢাকা শিশু হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়

No comments

Powered by Blogger.