ডামুড্যায় প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়ালো "কুঁড়েঘর" নামে স্বেচ্ছাসেবী সংগঠন
বর্তমান সময়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারীর নাম হলো করোনা ভাইরাস। সারা বিশ্বের মানুষ এখন ঘরে বসে আছে। আয় রোজগারের পথ বন্ধ হওয়ায় অসহায় হয়ে পড়েছে অনেকেই। আর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ২২জন প্রতিবন্ধি শিশু ও তাদের পরিবারকে সাহায্যে প্রদান করেছে "কুঁড়েঘর ইয়ুথ সোসাইটি" নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
আজ মঙ্গলবার (১৯ই মে) ডামুড্যা উপজেলার ২২জন প্রতিবন্ধি শিশু ও তাদের পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় কুঁড়েঘর ইয়ুথ সোসাইটি "হাসিমুখ প্রজেক্ট" এর মাধ্যমে।
আজ মঙ্গলবার (১৯ই মে) ডামুড্যা উপজেলার ২২জন প্রতিবন্ধি শিশু ও তাদের পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় কুঁড়েঘর ইয়ুথ সোসাইটি "হাসিমুখ প্রজেক্ট" এর মাধ্যমে।
এই ইদ উপহার বিতরনের সাথে যুক্ত ছিলেন, কুঁড়েঘর সংগঠনের নির্বাহী পরিচালক কানিজ ফাতিমা আশা, মোনায়েম হোসেন দীপ্ত, সফিকুল ইসলাম, সুকান্ত সৈকত, মারুফ হাসান নয়ন, স্বাধীন, যায়েদ, রাউফুন ইসলাম এবং বিশেষ সহযোগিতায় আঃ জলিল স্যার, রকি ঢালী, আতিকুর রহমান বাচ্চু, আশিক মাহমুদ।
No comments