গত ৩৬ ঘন্টায় শরীয়তপুরে রেকর্ড শিশুসহ ৩৬ জন করোনায় আক্রান্ত। মোট আক্রান্ত ১২১ জন।
গত ৩৬ ঘন্টায় শরীয়তপুরে রেকর্ড ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগীর সংখ্যা একশত একুশ জন (১২১) জন। জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ১৩জন, রুদ্রকর ইউনিয়নের ২জন, পৌরসভায় ১জন,
গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ৭জন, ইদিলপুর ইউনিয়নের ১জন,
জাজিরা উপজেলা নাউডোবা ইউনিয়নের ১জন, জাজিরা পৌরসভার ৩জন,
নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ১জন, ডিঙ্গামানিক ইউনিয়নের১জন, ফতেহজঙ্গেপুর ইউনিয়নের ১জন,
ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৩জন, ডামুড্যা পৌরসভার ১জন, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের ১জন সহ মোট ৩৬জন করোনা আক্রান্ত হয়েছে।
এর মধ্যে পুরুষ ২২জন, মহিলা ১২জন, ছেলে শিশু ১জন, মেয়ে শিশু ১জন রয়েছে।
জেলা সিভিল সার্জন জানান,নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ১৩জন, রুদ্রকর ইউনিয়নের ২জন, পৌরসভায় ১জন,
গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ৭জন, ইদিলপুর ইউনিয়নের ১জন,
জাজিরা উপজেলা নাউডোবা ইউনিয়নের ১জন, জাজিরা পৌরসভার ৩জন,
নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ১জন, ডিঙ্গামানিক ইউনিয়নের১জন, ফতেহজঙ্গেপুর ইউনিয়নের ১জন,
ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৩জন, ডামুড্যা পৌরসভার ১জন, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের ১জন সহ মোট ৩৬জন করোনা আক্রান্ত হয়েছে।
এর মধ্যে পুরুষ ২২জন, মহিলা ১২জন, ছেলে শিশু ১জন, মেয়ে শিশু ১জন রয়েছে।
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ২৫২১জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ২৩৭৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে
এরমধ্যে মোট ৪৬জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
No comments