Header Ads

Header ADS

শরীয়তপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন ৭ জনসহ মোট ৮০ জন সনাক্ত

সারাদেশে জ্যামিতিক হারে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তারই ধারাবাহিকতায় শরীয়তপু‌রে নতুন করে ৭জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এর মধ্যে নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার ৩জন, জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের ১জন, শরীয়তপুর সদর পৌরসভার ১জন, আঙ্গারিয়া ইউনিয়নের ১জন। আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে ১জন নারী, ৬জন পুরুষ। যাদের বয়স ২০, ২৩, ২৪, ২৭, ৩১, ৫৩, ৫৭ বছর।

এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশি (৮০) জন। জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা সিভিল সার্জন জানান,
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ২৩১৬জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ২০৬১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে

এরমধ্যে শরীয়তপুর সদর উপজেলার ৭ জন, জাজিরা উপজেলার ৬জন, নড়িয়া উপজেলার ১০জন, ভেদরগঞ্জ উপজেলার ২জন, ডামুড্যা উপজেলার ৭জন সহ মোট ৩২জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

উপজেলাভিত্তিক রোগীঃ
>সদর-----------১৮ জন।
>জাজিরা-------১১ জন।
>নড়িয়া---------১৭ জন। (মৃত ২)
>ভেদরগঞ্জ-------১০ জন।
>গোসাইরহাট-----০২ জন।
>ডামুড্যা-----------২২ জন। (মৃত ১)

৪ এপ্রিল করোনায় আক্রান্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত ৪৫ বছরের এক ব্যক্তি ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে মারা যান। গত ১২ মে নড়িয়া উপজেলার ৯ বছ‌রের এক মে‌য়ে ‌শিশু ঢাকা শিশু হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়

No comments

Powered by Blogger.