Header Ads

Header ADS

শরীয়তপুরে স্কেবেটরের নিচে চাপা পরে পদ্মার ডান তীড় রক্ষা বাধ প্রকল্পের ১ শ্রমিকের মৃত্যু


শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বেড়িবাধ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছে ।

আজ শনিবার (৯ই মে) জাজিরার বিলাশপুর এলাকার বেড়িবাঁধের সিসি ব্লক নির্মান এলাকায় পদ্মার ডান তীড় রক্ষা বাধ প্রকল্পে কর্মরত অবস্থায় স্কেবেটরের নিচে চাপা পরে সোহান(৩০) নামের ১ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিক সোহানের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামে। সে গত ২৬/১/২০২০ইং তারিখে কাজে যোগদান করেন।

প্রজেক্টর ম্যানেজার (এডমিন) ইদ্রিস আলী খোকন জানান, আজ দুপুর সাড়ে বারোটা দিকে তিনি বালতি নিয়ে পানি আনতে গেলে ভেকুর চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থানেই নিহত হোন।।

এ ঘটনার পরে স্কেবেটরের চালক সাইজুল ইসলাম পালিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে জাজিরা থানার পুলিশ।

No comments

Powered by Blogger.