করোনা আক্রান্তে মৃত বৃদ্ধ সহ নতুন ৫জনের করোনা পজিটিভ এসেছে
গত ২৪ঘন্টায় শরীয়তপুরে ৫জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এর মধ্যে জাজিরা উপজেলার সেনেরচর ৩, পৌরসভার ১, মুলনা ইউনিয়নে গত ৩ই জুন রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধ সহ মোট ৫জনের করোনা পিজিটিভ এসেছে।
এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগীর সংখ্যা একশত ষাট (১৬০) জন। জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছে।
জেলা সিভিল সার্জন জানান,
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৩১৮২ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ২৯১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে
এই পর্যন্ত ৭৬জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
উপজেলাভিত্তিক রোগীঃ
>সদর-------৪৫ জন। সুস্থঃ ১২জন
>জাজিরা----৩২জন। সুস্থঃ ১৫জন (মৃত ১)
>নড়িয়া-----২১ জন। সুস্থঃ ১৫জন (মৃত ২)
>ভেদরগঞ্জ--২১ জন। সুস্থঃ ৭জন
>গোসাইরহাট-১৪ জন। সুস্থঃ ২জন
>ডামুড্যা----২৭ জন। সুস্থঃ ২৫জন (মৃত ১)
এর মধ্যে জাজিরা উপজেলার সেনেরচর ৩, পৌরসভার ১, মুলনা ইউনিয়নে গত ৩ই জুন রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধ সহ মোট ৫জনের করোনা পিজিটিভ এসেছে।
এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগীর সংখ্যা একশত ষাট (১৬০) জন। জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছে।
জেলা সিভিল সার্জন জানান,
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৩১৮২ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ২৯১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে
এই পর্যন্ত ৭৬জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
উপজেলাভিত্তিক রোগীঃ
>সদর-------৪৫ জন। সুস্থঃ ১২জন
>জাজিরা----৩২জন। সুস্থঃ ১৫জন (মৃত ১)
>নড়িয়া-----২১ জন। সুস্থঃ ১৫জন (মৃত ২)
>ভেদরগঞ্জ--২১ জন। সুস্থঃ ৭জন
>গোসাইরহাট-১৪ জন। সুস্থঃ ২জন
>ডামুড্যা----২৭ জন। সুস্থঃ ২৫জন (মৃত ১)
No comments