ইতালিতে রোড এক্সিডেন্টে শরীয়তপুরের এক প্রবাশীর মৃত্যু
ইতালিতে রোড এক্সিডেন্টে বাংলাদেশী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ই জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় ইতালীর বেরগামো হাসপাতালে সকাল ৯টা ৩০মিনিটে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত প্রবাশীর নাম মোঃ জয়নাল ফকির। তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামে। সে কেদারপুর গ্রামের ওয়াজউদ্দিন ফকিরের বড় ছেলে।।
পারিবারিক সূত্র জানায়, মৃত জয়নার ফকির গত ৮ই জানুয়ারি সন্ধায় ইতালিতে রোড এক্সিডেন্ট করে আইসিইউ তে লাইফ সাপোর্টে ছিলো। ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে আজ সকালেই সে মারা যায়। সে দীর্ঘদিন যাবত বেরগামো শহরে ফ্যামিলি নিয়ে বসবাস করছিলো। তার মৃত্যুতে বেরগামো এলাকায় বসবাসকারী বাংলাদেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
No comments