Header Ads

Header ADS

নড়িয়া সরকারি কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

শরীয়তপুরে নড়িয়া সরকারি কলেজের উদ্দ্যেগে 'ঐতিহাসিক ৭ই মার্চ' দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল ১০ঘটিকার সময় কলেজ ক্যাম্পাস আম্রকাননে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় '৭ই মার্চ দিবস' উৎযাপন কমিটির আহ্ববায়ক জনাব শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রেফেসর মাকসুদা খাতুন।
প্রধান অতিথীর বক্ত্যেবে তিনি বলেনঃ এবার আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন করবো।  বঙ্গবন্ধুর এই ভাষন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এসময় তিনি ছাত্রছাত্রীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হতে বলেন।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ  প্রফেসর জনাব মোঃ মাইনুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নাজিমউদ্দিন, এছাড়াও শিক্ষক, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

 
এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যেমে আলোচনা সভার উদ্ধোধন করা হয়, এরপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোন পরে কলেজ ক্যাম্পাসের আম্রকাননে ঐতিহাসিক ৭মার্চের তাৎপর্য নিয়ে আলোচনায় বক্তারা বক্তব্য রাখেন। সবশেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।। 

No comments

Powered by Blogger.