করোনা মোকাবেলায় জনসচেতনতার লক্ষে নড়িয়া পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক বিতরন
মঙ্গলবার ১৩ এপ্রিল সকালে পৌরশহরের চৌরাস্তা, বাজারের বিভিন্ন স্থানে ও ওয়ার্ডে জনসাধারণের মাঝে এ মাস্ক বিতরণ কার্যক্রম চালানো হয়।
বাংলাদেশ পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামিম এমপি'র নির্দেশনায় নড়িয়া পৌরসভা ছাত্রলীগ ও ছাত্রলীগ নেতা মো. সিয়ার হোসেন এর পক্ষ থেকে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে এ মাস্ক বিতরণ করা হয়েছে।
নড়িয়া পৌরসভার ছাত্রলীগ নেতা মোঃ সিয়াম হোসেন বলেন, বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলায় আমরা জনসাধারণের মাঝে ফ্রী মাস্ক বিতরন করছি, সরকারি নির্দেশনা মানতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে সামাজিক দূরুত্ব মেনে চলাফেরা করতে বলছি এবং বিনাকারনে বাসা থেকে বের হতে নিষেধ করছি।
মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভা ছাত্রলীগ নেতা মোঃ সিয়াম হোসেন, রাকিব তপদার, আসলাম হোসেন, মাহমুদুল হাসান নাঈম, শৈশব, সুমন, জাহিদ হাসান, ইমন, সাকিব, ফয়সালসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেত্রবৃন্দ।।
No comments