নড়িয়ায় ডি-জোন ফ্যাশন হাউজের ২য় বর্ষপূর্তি উৎযাপন
হাঁটি হাঁটি পা পা করে ডি-জোন ফ্যাশন হাউজ ২বছর পার করলো। এই উপলক্ষে পদ্মা নদীর তীরে একটি মিলনমেলার আয়োজন করে ডি-জোন ফ্যাশন হাউজ।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে নড়িয়া উপজেলার পদ্মা নদীর তীরে মনোরম পরিবেশে শুভকাঙ্খীদের সাথে নিয়ে এই বর্ষপূর্তি উৎযাপন করা হয়৷
সকাল থেকে সন্ধা পর্যন্ত নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উৎযাপন করা হয়। বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো র্যাম্প-শো, হাড়ি ভাঙ্গা খেলা, ফটো সেশন, দেশান্তরী ব্যান্ডের গান পরিবেশন।
ডি-জোন ফ্যাশন হাউজের প্রোপাইটর সোহেব লিখন বলেন, ডি-জোন হলো "ডিসেন্ট এরিয়া" যেখানে আধুনিকতার ছোয়া নিয়ে কাজ করেছে, এর মধ্যে পাঞ্জাবী, শার্ট ও কাতুয়া ডি-জোন নিজেদের ব্রান্ডের নামে বাজারে এনেছে। এবং তা পুরো দেশে ছড়িয়ে দেয়ার কাজ চলছে। আমাদের প্লান আছে দেশের সকল জেলায় ডি-জোনের ব্রাঞ্চ খোলার। যেখানে একজন পুরুষের পছন্দের সকল ধরনের পোশাক থাকবে।
মিলনমেলায় অংশগ্রহণকারী কে এম ধ্রুব বলেন, "নড়িয়ায় পোষাক জগতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে ডি-জোন। রুচিশীল ও মানসম্মত পোষাকের জন্য বেশ সুনাম কুড়াচ্ছে ডি-জোন। ২বছর পেরিয়ে ৩য় বর্ষে পদার্পন করে ডি-জোন যে মিলনমেলার আয়োজন করছে আজ তা সত্যিই প্রশংসার দাবিদার।
নড়িয়া বাজারের শামস শপিং কমপ্লেক্স এর প্রথম তলায় ডি-জোনের ফ্যাশন হাউজ, আর এখানে ফ্যাশন সচেতন পুরুষদের নতুন ও রুচিশীল বিভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যায়।
Borgata Hotel Casino & Spa Launches New Poker Room - JTM
ReplyDeleteBorgata 파주 출장마사지 Hotel Casino 여주 출장샵 & Spa has 경산 출장샵 expanded its poker 속초 출장샵 room with new 경주 출장마사지 poker room, adding a new table with blackjack.