নশাসন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা মার্কায় ভোট চেয়েছেন চেয়ারম্যান পার্থী বাবুল হোসেন মোল্লা
ইতোমধ্যে তিনি নশাসন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মিশে যাচ্ছেন গণমানুষের সাথে। দোয়া ও ভোট প্রার্থনা করছেন সকল শ্রেণি পেশার মানুষের কাছে।
বাবুল হোসেন মোল্লা নড়িয়া উপজেলার আওয়ামিলীগের সদস্য এবং নশাসন ইউনিয়নের আঃ লীগের সহ-সভাপতি। এছাড়াও তিনি একজন ব্যবসায়ী ও সমাজ সেবক। একজন সফল চেয়ারম্যান হিসেবে তার ব্যাপর পরিচিত রয়েছে। সকলের বিপদে আপদে সবসময় পাশে ছিলেন তিনি। সমাজের উন্নয়ন ও গণমানুষের পাশে থাকায় এলাকাবাসীর মাঝে ব্যাপক জনপ্রিয় হয়েছেন তিনি।
মোঃ বাবুল হোসেন মোল্লা বলেন, আমি সবসময় আমার ইউনিয়নের গনমানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকতে চাই। গত নির্বাচনে জনগনের ভালোবাসায় আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি এবং পুনরায় চেয়ারম্যান পার্থী হয়ে নির্বাচনে এসেছি। আমি আমার ইউনিয়নের মানুষের কাছে চেয়ারম্যান নয় একজন সেবক হয়ে থাকতে চাই।
আমি গত ৫বছরে নশাসন ইউনিয়নের জনগনকে সাথে নিয়ে এই ইউনিয়নের ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি। প্রতিটা ওয়ার্ডের, প্রতিটা গ্রামের ব্রিজ, রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসা নির্মাণ করেছি। বয়স্কভাতা, বিধবাভাতা, ডীপটিওবওয়েল দিয়েছি। সেই উন্নয়নের ধারাবাহিতায় নশাসনের জনগন আমাকে সমর্থন করেছে। আমি আশা করি জনগন আমাকে আগামী ৫ই জানুয়ারি নির্বাচনে চশমা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে তাদের সেবা করার সুযোগ দিবে।।
নশাসন ইউনিয়নের বাসিন্দা মাষ্টার নুরুল আমিন রতন, মাওলানা আবুল খায়ের ঢালী, হাবিবুল্লাহ ঢালী ও ভোটাররা বলেন- বাবুল মোল্লা একজন খুবই ভালো মানুষ, জনগনের পাশে সবসময় তিনি থাকেন। আমরা আশা করি, জনগন তাকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করবেন এবং তিনি নির্বাচিত হয়ে জনগনের জন্য কাজ করে যাবেন। আমরা তার জন্য চশমা মার্কায় ভোট চাই।
1xbet korean 2021 - Online Gambling Sites
ReplyDeleteThe main important thing is that you are using the 1xbet download official name. All you need to do is make a deposit. We have collected all the information you need to know before you