Header Ads

Header ADS

নড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত


শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ সরদারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৮ডিসেম্বর) সন্ধায় আঃ আজিজ সরদারের নিজ বাসায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।। 

প্রতিবাদ সভায় আঃ আজিজ সরদারের স্ত্রী অভিযোগ করে বলেন, তার জনপ্রিয়তার জন্য এই হামলা করা হয়। তিনি খুইব শান্ত স্বভাবের মানুষ। আপনাদের পাশে সবসময় থাকতে চান। আর এই জন্য পরিকল্পিত ভাবে তার বিরোধী প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাছির ফকিরের লোকজন এই হামলা করে। আমি এর বিচার চাই। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গতকাল বেলা ১২ টার দিকে ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চশমা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ সরদার মোটরসাইকেলে চড়ে পন্ডিতসার বাজারে গেলে গাড়ি থেকে নামিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে আমরা এসে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়।

No comments

Powered by Blogger.