Header Ads

Header ADS

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নড়িয়াতে চেয়ারম্যান হলেন যারা


সারা দেশে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন ৫ই জানুয়ারি(বুধবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শরীয়তপুর জেলার নড়িয়ার উপজেলার ১৪ ইউনিয়ন পারিষদের ভোট গ্রহণ করা হয়।  

নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা যায়, এ নির্বাচনে নড়িয়া উপজেলা ১৪ টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ শেষ হয়।

নড়িয়ার ১৪টি ইউনিয়নের বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছে যারা যারাঃ অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, নশাসন ইউনিয়ন পরিষদ (মোটরসাইকেল)। আব্দুর রব খান, ঘড়িসার ইউনিয়ন পরিষদ(মোটরসাইকেল)। আলি আহমেদ কাজি, বিঝারী ইউনিয়ন পরিষদ (চশমা)।  শহিদুল ইসলাম সিকদার, ভোজেশ্বর ইউনিয়ন  পরিষদ (আনারস)।  শওকত হোসেন জুয়েল শিউলি, ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদ (আনারস)। আলমগীর হোসেন দালাল, ভুমখাড়া ইউনিয়ন পরিষদ (আনারস)। আবু আলেম মাদবর, রাজনগর ইউনিয়ন পরিষদ (আনারস)। নিজাম উদ্দিন রাড়ী, চামটা ইউনিয়ন পরিষদ (অটো রিস্কা)। আনোয়ার হোসেন মাদবর, জপসা ইউনিয়ন পরিষদ( আনারস)। মিহির চক্রবর্তী, কেদারপুর ইউনিয়ন পরিষদ (টেলিফোন)। আলহাজ্ব আজিজ সরদার, ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ (আনারস)। আনোয়ার হোসেন বাদশা শেখ, মোক্তারের চর ইউনিয়ন পরিষদ (মোটরসাইকেল)। এনায়েতুল্লাহ মুন্সি, চরআত্রা ইউনিয়ন পরিষদ (মোটরসাইকেল)। জাকির মুন্সী, নওপাড়া ইউনিয়ন পরিষদ( আনারস)

No comments

Powered by Blogger.