Header Ads

Header ADS

শরীয়তপুরে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন দাবীতে মানববন্ধন


ন্যায্যতা ও যোগত্যার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সহকারী শিক্ষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
১ই মার্চ মঙ্গলবার সকাল ১০ঘটিকার দিকে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে প্রধানমন্ত্রীর সদয় অনুগ্রহ কামনা করেছেন।

মানববন্ধনে ১০ম গ্রেড বাস্তবায়ন কিমিটির সদস্য মিজানুর রহমান নয়ন, মাসুদ মাদবর, সাইদুল হক মুন্না, সাইফুল ইসলাম, গাজী নুরুল ইসলাম নূর, মিজানুর রহমান সোহাগ, ইকবাল হোসেন, পাপিয়া সুলতানা, রুবিয়া আক্তার সহ প্রায় অর্ধশত সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, বর্তমানে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে মূলবেতন ১১ হাজার টাকার সাথে বাসাভাড়া ৪ হাজার ৯৫০, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ ও টিফিন ভাতা ২০০ টাকা মিলে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতনে প্রাথমিক সহকারী শিক্ষকগণ পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করে আসছেন। এ অবস্থায় তারা যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বাজারমূল্য অস্বাভাবিক বৃদ্ধির ফলে ঋণের ভাড় বাড়ছে। পরিবার পরিজন নিয়ে এই সামান্য বেতনে মানবেতর জীবন যাপন করছি। আমরা ১৩তম গ্রেডে চাকরি করছি তাই আমরা ১০ম গ্রেড বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সদর অনুগ্রহ কামনা করছি। 

No comments

Powered by Blogger.