Header Ads

Header ADS

নড়িয়াতে বিশ্ব শিক্ষক দিবস পালিত


 'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যাবস্থার রূপান্তন শুরু' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শরীয়তপুর জেলার নড়িয়াতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহষ্পতিবার (২৭অক্টোবর) সকালে নড়িয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয় হতে একটি র‍্যালি বের হয়ে নড়িয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুলে এসে শেষ করে শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে সভাপতিত্ব করেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাকসুদা খাতুন, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ রায়।


অনুষ্টানে সভাপতির বক্তব্যে প্রফেসর মাকসুদা খাতুন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এ সময় শিক্ষকদের মর্যাদা, দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ছাবিহা খানম, নুরুল আমিন রতন, মোসলেহ উদ্দিন বাদল, এস এম মাসুদ কবির, ওবায়দুল হক, মাহবুবুর রহমান, মাসুদ মাদবর, জামসেদা আক্তার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্টান সঞ্চালনায় ছিলেন নড়িয়া বিএল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র রায়। অনুষ্টানে নড়িয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলো।

No comments

Powered by Blogger.