Header Ads

Header ADS

নড়িয়াতে ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 


নৌকার প্রার্থী একেএম এনামুল হক শামীমের সমর্থক নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লবসহ তিন কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন নড়িয়া উপজেলা ছাত্রলীগ, ঘড়িসার ইউনিয়ন শাখার নেতা-কর্মীরা। 

বুধবাবার (২৭ ডিসেম্বর) সন্ধা ৬টায় ঘড়িসার-সুরেশ্বর সড়কের বাংলাবাজারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন-  বাংলাদেশ ছাত্রলীগ কার্য নির্বাহী সংসদের সাবেক সদস্য আমিনুল ইসলাম, নড়িয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম লাকুরিয়া, ঘরিসার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিকদার এনামুল ইসলাম শামিম, সহ সভাপতি বি এম সানী, সুজন শিকদার সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

মানব বন্ধনে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনকে বিশৃঙ্খলা করতে স্বতন্ত্র প্রার্থী ডাঃ খালেদ শওকত আলী উঠেপরে লেগেছে, সে নিজেকে শেখহাসিনার কর্মী পরিচয় দিয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে আবার নৌকার কর্মীদের ওপরে হামলা চালায়, আসলে সে একজন দুমুখো সাপ। গত ২৫শে ডিসেম্বর নড়িয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান বিপ্লবের উপর হামলার প্রতিবাদ জানাই এবং দোষীদের আইনের আওতায় এনে সঠিক বিচার চাই। 

এর আগে সোমবার সন্ধ্যায় শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর ও আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক শামীমের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ও ছাত্রলীগ কর্মী হৃদয় মীর আহত হন। তাদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। 

No comments

Powered by Blogger.